অনুসন্ধান

জনবল সংকটে ভোগান্তিতে কুমিল্লা জেনারেল হাসপাতাল

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি, মনিরুল ইসলাম:  জনবল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। প্রায় দুই শতাব্দীর প্রাচীন এই সরকারি হাসপাতালটি বর্তমানে নানামুখী সংকটে জর্জরিত।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারীর অভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিদিনই। কোথাও এক কক্ষে একাধিক বিভাগের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে, আবার কোথাও নয়জন চিকিৎসককে গাদাগাদি করে বসে রোগী দেখতে হচ্ছে। এতে যেমন চিকিৎসকদের ভোগান্তি বাড়ছে, তেমনি রোগীদেরও দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্য।

 

রোগীরা জানান, হাসপাতালের অব্যবস্থাপনা ও জনবল ঘাটতির কারণে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অনেকেই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা অন্য হাসপাতালে যাচ্ছেন।

 

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জনবল সংকট দূরীকরণে ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Author

আরও খবর

Sponsered content