রাজনীতি

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৫২:০২ প্রিন্ট সংস্করণ

মোঃ ফজলুল কবির গামা,ঝিনাইদহ থেকে বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বাদ্য বাজনা বাজিয়ে, নেচে-গেয়ে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানসহ র‌্যালিতে অংশ নেন জেলার ৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

‎সোমবার (২৭ অক্টোবর) বিকাল চারটায় জেলা শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান। সেসময় বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক মাহবুুবুর রহমান শেখর, মিজানুর রহমান সুজন, আবুল বাশার বাশী, জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক ও যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যানরা।

‎‎এসময় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে৷ আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে ভোট বিপ্লব হবে। জনগণ আর ফ্যাসিবাদী ও ধর্ম বিক্রির রাজনীতি এদেশে মেনে নেবে না।

Author

আরও খবর

Sponsered content