সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নাগরিক উন্নয়ন দাবিতে ছাত্র-জনতার বিশাল মানববন্ধন

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৪৩:২০ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি,,হাসিনুজ্জামান মিন্টু: ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিমানবন্দর পুনরায় চালু, ইপিজেড এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই মানববন্ধনের আয়োজন করে নাগরিক উন্নয়ন ফোরাম। এতে জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওবাসীর দাবি থাকা সত্ত্বেও মেডিকেল কলেজ হাসপাতাল চালু, বিমানবন্দর কার্যক্রম পুনরায় শুরু ও শিল্প উন্নয়নের জন্য ইপিজেড প্রতিষ্ঠা হয়নি। দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা।

Author

আরও খবর

Sponsered content