প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৪২:০২ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ইয়াবা ট্যাবলেট ও পিকআপসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ-এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে মুশুলী বাজারস্থ মশুলী ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ জাহিদ হাসান রাসেল (৩৫), পিতা: মোঃ রহুল আমিন, মাতা: মোছাঃ সাফিয়া আক্তার।
২. মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা: মৃত মোফাজ্জল হোসেন, মাতা: মোছাঃ নুরেদা খাতুন।
উভয়ের বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার চিরাম (পোদ্দার বাড়ি) এলাকায়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে নান্দাইল মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও পিকআপ জব্দ করা হয়েছে।
চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

















