প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৪৬:০১ প্রিন্ট সংস্করণ
ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১২ টা ৪৫ এর দিকে উপজেলার বাউসি বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন রহিমা গার্মেন্টস দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বারহাট্টা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রহিমা গার্মেন্টসের দোকান ও দোকানে থাকা দামী মেশিন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রহিমা গার্মেন্টসের মালিক ব্যবসায়ী জয়নালের দাবি অগ্নিকাণ্ডে তার প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, জয়নালের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা সমস্ত কাপড় ও ৯ টি কাপড় সেলাইয়ের দামী মেশিন পুড়ে যায়।
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান জানান বাউসি ইউনিয়নের বাউসি বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুকনো খাবার পাটানো হয়েছে।এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা পক্রিয়াধীন রয়েছে।
বারহাট্টা ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড বিপুল কুমার ঘোষ জানান, এ ঘটনায় ১ গার্মেন্টস দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি ২ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে, তবে ১০ লাখ টাকারও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

















