প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৪৪:৪৬ প্রিন্ট সংস্করণ
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দক্ষিণ নিজপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত বৃদ্ধের নাম শিবু রঞ্জন মল্লিক (৮৫)। তিনি স্বর্গীয় নগেন্দ্র লাল মল্লিকের পুত্র।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে তিনি নিজের বসতবাড়ির গোয়াল ঘরে বাঁশের তীরে রশি বেঁধে গলায় ফাঁসি দেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবু রঞ্জন মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঘটনার সময় তার সহধর্মিনী মোবাইল ফোনে কথা বলতে বাড়ির বাইরে গেলে, সুযোগ বুঝে বৃদ্ধ নিজ গোয়াল ঘরে ঢুকে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

















