প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৫ , ৩:৫০:০৬ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন চাকরি প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম-এর আয়োজনে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে বৃহৎ চাকরি ও ক্যারিয়ার মেলা। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল থেকেই শহরের প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণ চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

মেলায় দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও এবং শিল্পপ্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এখানে আগত প্রার্থীরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন এবং তাৎক্ষণিক নিয়োগের সুযোগ পাচ্ছেন।
এছাড়া অনলাইনের ঝামেলা ছাড়াই মেলায় সহজ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করার সুবিধা থাকায় তরুণ চাকরি প্রত্যাশীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে সহায়তা করা এবং চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি সংযোগ স্থাপন করাই এই মেলার মূল উদ্দেশ্য। এক স্থানে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ তথ্য জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ থাকায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
দিনব্যাপী এই মেলা চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এখনো মেলায় উপস্থিত হননি, তারা যেন দ্রুত এসে নিজেদের ক্যারিয়ারের সম্ভাবনা যাচাই করার সুযোগ গ্রহণ করেন।
চাকরিপ্রার্থীদের মতে, এমন উদ্যোগ তরুণদের জন্য “উদ্দীপনামূলক ও সময়োপযোগী”, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















