সারাদেশ

কুমিল্লায় আর্মি ক্যাম্পের অভিযানে জাল টাকার চক্রের সদস্য গ্রেপ্তার, শটগানের কার্তুজ উদ্ধার

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ১:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে জাল টাকার চক্রের সক্রিয় সদস্য মোঃ আজহার উদ্দিন (জলাল) গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) ভোররাতে প্রায় ২টার দিকে আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত জলাল মৃত জয়নাল আবেদীনের পুত্র এবং চম্পকনগর, ডাকঘর হালিমা নগর, থানা আদর্শ সদর, জেলা কুমিল্লার স্থায়ী বাসিন্দা।অভিযান চলাকালীন তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে জাল টাকা, একটি বাটন মোবাইল ফোন ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আদর্শ সদর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে—আটককৃত জলাল অস্ত্র ও গোলাবারুদের সরবরাহকারীদের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, তবে কার্তুজের উপস্থিতি অস্ত্র-সংযোগের সম্ভাবনাকে আরও জোরদার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এলাকাবাসী এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, আর্মি ক্যাম্পের এ ধরনের তৎপরতা এলাকায় নিরাপত্তা ও আস্থার পরিবেশ ফিরিয়ে এনেছে।

Author

আরও খবর

Sponsered content