প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ১:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে উপজেলার করপাটি মরগাটা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী আবদুর রহিম (পিতা: মৃত আবদুল কুদ্দুস, গ্রাম: করপাটি, থানা: চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা) কে আটক করা হয়।অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল যথাযথ কাগজপত্র সম্পন্ন করে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সচেতন নাগরিকেরা মাদকবিরোধী অভিযান আরও জোরদার রাখার আহ্বান জানিয়েছেন।

















