আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ‘মেয়ে ভেবে’ এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধানক্ষেতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার ২৭ অক্টোবর ২০২৫ থানায় মামলা করেছেন।
মামলার আসামি উপজেলার স্থানীয় এক কোম্পানির কর্মচারী আকমল হোসেন (৩৮)। তিনি ঘটনার পর থেকেই পলাতক বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর ভোর ৫টার দিকে ভুক্তভোগী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে টয়লেটে যান। টয়লেট থেকে বের হওয়ার পর পেছন থেকে মুখ চেপে কাঁধে তুলে ধানক্ষেতে নিয়ে যায় আকমল। সেখানে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে তার চিৎকার শুনে স্বামী ও প্রতিবেশীরা এগিয়ে গেলে আকমল পালিয়ে যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গৃহবধূর স্বামী দিনমজুর। তাদের দুই সন্তান রয়েছে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাটি দেখতে মায়ের মতো হওয়ায় অভিযুক্ত আকমল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন গৃহবধূ মেয়ের ওড়না জড়িয়ে টয়লেটে গেলে আকমল তাকে মেয়ে ভেবে তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীর ছোট ভাই।
তিনি আরও বলেন, “আমার ভাগনিকে প্রায়ই উত্ত্যক্ত করত আকমল। ভোরে ভাগনির ওড়না দেখে ভুল করে আমার বোনকেই তুলে নিয়ে ধর্ষণ করে সে। এরপর ভয়ভীতি ও হুমকির কারণে আমরা সঙ্গে সঙ্গে থানায় যেতে পারিনি।”
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “ঘটনার পর থেকেই অভিযুক্ত আকমল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এদিকে স্থানীয়রা ঘটনাটির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, “এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। অপরাধীর শাস্তি দেখে যেন কেউ আর এমন জঘন্য কাজ করতে না পারে।”