প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ২:০৪:১৭ প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লায় মিল্লা জিল্লা, দৌড়াবে কুমিল্লা শ্লোগানে কুমিল্লা মেট্রো রানার্স এর টি-সার্ট ও লোগু উম্মোচন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লায় এ এর টি-শার্ট ও লোগু উম্মোচন করা হয়।

কুমিল্লা মেট্রো রানার্স এর এডমিন মোঃ রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠক রোটারিয়ান আব্দুল্লাহিল বাকী, দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা সাংবাদিক রোটারিয়ান সাইফ উদ্দিন রনী, নেক্সাজারা ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, দৌড়বিদ তারেক আজিজ, ফিজিওথেরাপিষ্ট দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে কুমিল্লা মেট্রো রানার্স এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনরা জানান, স্বাস্থ্য সুরক্ষায় সাপ্তাহে রোববার, মঙলবার, বৃহস্পতিবার এই তিন সকাল ৬ টা ১০ মিনিটে কুমিল্লা টাউন হল থেকে সদস্যরা নিয়মিত দৌড় অনুশিলন করবেন।
সটঃ মোঃ রফিকুল ইসলাম, এডমিন, কুমিল্লা মেট্রো রানার্স

















