প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ২:০৯:৩৬ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ আল আমিন খান: শ্রীপুর, গাজীপুর: ‘যুব, ঐক্য, প্রগতি’—এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, বিকাল ৩টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত এই র্যালিটি অবদান মোড় (মাওনা) থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের স্থানীয় ও জেলা পর্যায়ের হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শ্রীপুর উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই সফল আয়োজনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

• জননন্দিত জননেতা আতাউর রহমান মোল্লাহ্ – বিপ্লবী আহ্বায়ক, গাজীপুর জেলা যুবদল এবং গাজীপুর-৩ আসনের অন্যতম কর্ণধার।
অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
• মো. সারোয়ার হোসেন শেখ – ভারপ্রাপ্ত আহ্বায়ক, শ্রীপুর উপজেলা যুবদল
• সোহেল ফকির – যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা যুবদল
• অ্যাডভোকেট উজ্জ্বল করিম – যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা যুবদল
• আব্দুস সালাম – সদস্য, যুবদল গাজীপুর জেলা
• আলী হোসেন – সদস্য, যুবদল গাজীপুর জেলা
• তাজুল – সদস্য, শ্রীপুর উপজেলা যুবদল
যুবদলের নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে উপস্থিত ছিলেন: মো. আসাদুজ্জামান নূর মাসুম (সাধারণ সম্পাদক পদপ্রার্থী, শ্রীপুর উপজেলা যুবদল), মো. নজরুল ইসলাম শেখ (সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বরমী ইউনিয়ন যুবদল) এবং মো. ওমর ফারুক (সভাপতি পদপ্রার্থী, তেলিহাটি ইউনিয়ন যুবদল)।
আতাউর রহমান মোল্লাহ্-এর গুরুত্বপূর্ণ বার্তা সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি আতাউর রহমান মোল্লাহ্ আগামী দিনের রাজনীতি নিয়ে তার সুদূরপ্রসারী লক্ষ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “গাজীপুর-৩ আসন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি আধুনিক রোল মডেল, যেখানে কোনো প্রকার চাঁদাবাজি, অন্যায় ও অনিয়মের ঠাঁই থাকবে না।”
তিনি আরও জানান যে তিনি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করছেন এবং প্রতিটি ওয়ার্ডে তরুণদের সংগঠিত করছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি যদি দল থেকে মনোনয়ন পাই, তবে দলের নির্দেশনা মেনে সাধারণ মানুষের জন্য কাজ করে যাব।”
এই বর্ণাঢ্য আয়োজনে আরও উপস্থিত ছিলেন মাসুদ রানা, আমানুল্লাহ মন্ডল, আনোয়ার ডাক্তার, সেলিম, আব্বাস ফকির, ফাহাদ শেখ, রতন ফকির, শামসুল আলম প্রদান, কামরুল ইসলাম, বুলবুল, ইলিয়াস কাঞ্চন, সৌরভ, সাব্বির আহমেদ, অলিউল্লাহ রাব্বানী, আলী বেপারী, রাসেল ফকির, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম, মোজাম্মেল, মতিউর রহমান খান, সোহেল চৌধুরী, রনি প্রমুখ। যুবদলের এই বিশাল সমাবেশ সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও একবার তুলে ধরেছে।

















