প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৪:১৫:২২ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টু : ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে মনসুর আলী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের ইউসুফ আলীর ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পরিবহনটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

















