প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৪:০৭:৩২ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ত্রিশাল থানাধীন বাসস্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে মো. সোহাগ মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ মিয়া নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার গাঁওকান্দিয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে ত্রিশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















