ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি ) : গতকাল শুক্রবার রাত আটা থেকে শুরু হয়েছে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জনাব, শেখ আব্দুল হান্নান।
এবং বিশ্বাস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মোঃ শাহাবুউদ্দিন সাহেব, মোঃ রাসেল হুমায়ুন, মোঃ নাসির শেখ , মোঃ হাবিবুর শেখ, মোঃ এহিয়া শেখ, মোঃ মারুফ শেখ। উদ্যোগ করেন মোঃ নওন শেখ ও আরো অনেকে ছিলেন। এই হাডুডু খেলায় বিজায় হয়েছে আব্দুল সুফিয়ানের দল।