প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ
লগ ডাউন এর প্রস্তুতি,আওয়ামী লীগ এর ৩১ নেতাকর্মী গ্রেফতার

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রস্তুতিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতভর এ অভিযান চালানো হয়।
শুক্রবার (৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
আটকদের মধ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহসম্পাদক মো. রাব্বী সরদারের (২৫) কাছ থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কেরাণীগঞ্জের উত্তর পানগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাব্বী সরদার সম্প্রতি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে মিছিল ও পোস্টার প্রচারে সক্রিয় ছিলেন। তার মোবাইল ফোনে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানে সাভার, আশুলিয়া, ধামরাই, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার থানায় পৃথকভাবে এদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী রয়েছেন।
এসপি আনিসুজ্জামান বলেন, “গ্রেপ্তাররা মিছিল-মিটিংয়ের প্রস্তুতিতে সক্রিয় ছিলেন। যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
কপিরাইট © দৈনিক মুক্তকথন নিউজ © মুক্তকথন গ্রুপ