পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার কপিলমুনির অন্যতম স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন কপিলমুনি ব্লাড ব্যাংক-এর ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(৮ নভেম্বর) রাতে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
আগামী দুই বছরের জন্য শেখ আব্দুর রাজ্জাক রাজ-কে সভাপতি ও মোঃ আশানুর ইসলাম রনি-কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: রায়হান ইসলাম রাজ, মোঃ নাহিদ হাসান, মোঃ আল-আমিন মোড়ল, মোঃ হাসানুর গাজী, শেখ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক: ইসলাম রনি, রায়হান রিয়াজ, ইসমাইল হোসেন, খায়রুল গাজী, মীর রাকিবুল ফাহাদ, মেহেদী হাসান আশিক,
সাংগঠনিক সম্পাদক: আরাফাত হোসেন আফতাব, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ মাহব্বুর রহমান, মোঃ তৈয়বুর রহমান, মোঃ রাফিদ হাসান,অফিস সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক: বিদ্যুৎ ভট্টাচার্য, ও সদস্য: মোঃ রায়হান গাজী, আলফাত হোসেন, মোঃ রইসুল ইসলাম, জলিল বিশ্বাস, সৈয়দ মোনায়েম হোসেন, আবু বক্কার।
কপিলমুনি ব্লাড ব্যাংক ২০২২ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করেছে। নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল ও সেবামুখী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন।