সারাদেশ

ত্রিশালে আলোচিত দুই ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৪:৪৯:২৬ প্রিন্ট সংস্করণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে আলোচিত দুটি ধর্ষণ মামলার প্রধান দুই আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। তারা হলো—‘মেয়ে ভেবে মাকে তুলে নিয়ে ধর্ষণ’ মামলার আসামি আকমল হোসেন (৩৮) এবং ‘বিয়ের প্রলোভনে ধর্ষণ’ মামলার আসামি আলাল উদ্দিন (৩৮)।

র‌্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানি জানায়, শনিবার (৮ নভেম্বর) রাতে সাভার থানার রাজবাড়ী এলাকায় র‌্যাব-৪ এর সহযোগিতায় আকমলকে এবং ত্রিশালের ধানীখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গত ১৮ অক্টোবর ভোরে গৃহবধূকে মুখ চেপে ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন আকমল। পরে ভুক্তভোগী ২৭ অক্টোবর মামলা করেন (নং–৩০/২৫, ধারা ৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন)।

অন্যদিকে, স্বামী পরিত্যক্তা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন আলাল উদ্দিন। সর্বশেষ ১৩ অক্টোবর রাতে ভুক্তভোগীর নিজ বাড়িতে গিয়ে আবারও ধর্ষণ করেন তিনি।

ময়মনসিংহ র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, “র‍্যাব অভিযুক্ত দু’জনকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা তাদের জেলহাজতে প্রেরণ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Author

আরও খবর

Sponsered content