সারাদেশ

মধ্যরাতে জেলা প্রশাসকদের বদলি ও পদায়ন: মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপন

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৩:০২:২৩ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সরকার প্রশাসনের মাঠপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে। আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় ১৪ জন জেলা প্রশাসক (ডিসি)-এর বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনের স্বাভাবিক রদবদলের অংশ হিসেবে নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের বর্তমান পদ থেকে অবমুক্ত করে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নতুন পদায়নপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন:

১️⃣ আহসান হাবিব হাসান — জেলা প্রশাসক, বাগেরহাট → জেলা প্রশাসক, নওগাঁ
২️⃣ আবু সুফিয়ান মোহাম্মদ আদনান — জেলা প্রশাসক, কুষ্টিয়া → জেলা প্রশাসক, হবিগঞ্জ
৩️⃣ জাহিদ হোসেন — জেলা প্রশাসক, ভোলা → জেলা প্রশাসক, ঢাকা
৪️⃣ মোহাম্মদ শরিফুল ইসলাম — জেলা প্রশাসক, বগুড়া → জেলা প্রশাসক, গাইবান্ধা
৫️⃣ মুহাম্মদ জিয়াউর রহমান — জেলা প্রশাসক, নড়াইল → জেলা প্রশাসক, সিরাজগঞ্জ
৬️⃣ মোহাম্মদ ইমরান হোসেন — অতিরিক্ত সচিব, সিলেট → জেলা প্রশাসক, সিলেট
৭️⃣ তৌফিকুর রহমান — অতিরিক্ত সচিব, পরিকল্পনা বিভাগ → জেলা প্রশাসক, চাঁদপুর
৮️⃣ আব্দুল্লাহ ইফতেখার — পরিচালক (প্রশাসন), বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) → জেলা প্রশাসক, নরসিংদী
৯️⃣ আবুল কাসেম মো. মাহবুব হাসান — উপসচিব, পানি সম্পদ মন্ত্রণালয় → জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ
🔟 আবুল হোসেন সাদেক — উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় → জেলা প্রশাসক, পিরোজপুর
১১️⃣ আবরার আহমেদ আখতার — সিনিয়র সহকারী সচিব, ভূমি সংস্কার বোর্ড, ঢাকায় কর্মরত → জেলা প্রশাসক, সাতক্ষীরা
১২️⃣ মোহাম্মদ সোহেল মো. বাহার — উপসচিব, স্থানীয় সরকার বিভাগ → জেলা প্রশাসক, ফেনী
১৩️⃣ মোহাম্মদ মাসুদুর রহমান — উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় → জেলা প্রশাসক, খুলনা
১৪️⃣ ইমরান হোসেন — উপসচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় → জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরিবর্তিত কর্মকর্তাগণকে অবিলম্বে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল খায়ের মো. আব্দুল্লাহ স্বাক্ষর করেন।

 

উল্লেখ্য, প্রশাসনের মাঠপর্যায়ে জেলা প্রশাসকরা সরকারের নীতিমালা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং জেলা পর্যায়ে সমন্বয়ের দায়িত্বে থাকেন। নিয়মিত এই ধরনের রদবদলকে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবেই দেখা হয়।

 

📰 সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-২ শাখা
🗓️ প্রজ্ঞাপনের তারিখ: ৮ নভেম্বর ২০২৫
📄 নথি নম্বর: ০৫.০০.০০০০.১৩৯.১৮.০০১.২৫-৪৮৮

Author

আরও খবর

Sponsered content