আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের সদর উপজেলার ৪নং পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে এবং লিফলেট বিতরণ করে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে লিফলেট বিতরণের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুর রহমান (৬০), পিতা ছবেদ আলী, গ্রাম চর শ্যামরামপুর এবং মোঃ চান মিয়া (৪০), পিতা মৃত জনাব আলী জৈনুদ্দিন, গ্রাম আব্দুল্লাহপুর।
কোতোয়ালী মডেল থানার এসআই ও পরানগঞ্জ এলাকার বিট অফিসার আব্দুর রহিম জানান, “রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও বলেন, এলাকায় পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।