বিশ্ব

মৌজপুর হোলি চাইল্ড অ্যাকাডেমি কর্ণধার নাজিম উদ্দিন লস্করের উপস্থিতে মৌজপুরিতে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসব

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৪:২৪:০২ প্রিন্ট সংস্করণ

মোমিন আলি লস্কর দক্ষিণ ২৪পরগনা,ভারতঃ দক্ষিণ ২৪ পরগনার জেলার মন্দির বাজার থানার অন্তগর্ত দক্ষিন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটি উদ্দ্যোগে মৌজপুরিতে এক ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসব। মৌজপূর গ্ৰামের মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটি উদ্দ্যোগে মৌজপুর হোলি চাইল্ড একাডেমি কর্ণধার নাজিম উদ্দিন লস্করের অক্লান্ত পরিশ্রম ঐকান্তিক প্রচেষ্টায়, সহযোগিতায় এবং প্রাক্তন পঞ্চায়েতের প্রধান নুর মোহাম্মদ লস্করের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগীতায় মৌজপুর হোলি চাইল্ড একাডেমির প্রাঙ্গণে এক ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্টিত করেন। রক্তদান শিবির তে স্বেচ্ছায় রক্ত দান করেন।নারী ও পুরুষ মিলিয়ে মোট ১হাজার জনে অধিক স্বেচ্ছায় রক্তদান করেন। তবে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে বেশি সংখ্যক দেখতে পাওয়া গেছে মহিলাদের রক্তদান করতে।

 

মৌজপুর হোলি চাইল্ড একাডেমির কর্ণধার নাজিম উদ্দিন লস্কর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমার মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটি উদ্দগ্যে মৌজপুর হোলি চাইন্ড একাডেমি সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি তে দূর দূরান্ত থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অংশ গ্ৰহন করেছেন এবং যাহারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্তদান করতে আসছে তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আমার একটি মৌজপুর হোলি চাইল্ড একাডেমি আছে। বর্তমানে আমি ঐ শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার।

 

বর্তমান আমি লক্ষ্য করেছি এই সময় রক্তের চাহিদা প্রচুর। কিন্তু রক্তের বিকল্প কোন বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারেনি। তিনি বলে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান…’ এই পংক্তিকে যদি কোনও ছবির মাধ্যমে তুলে ধরা যায়, তা হলে তা নিঃসন্দেহে হবে
মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটি হোলি চাইল্ড একাডেমি প্রাঙ্গণের স্বেচ্ছায় রক্তদান ঐতিহাসিক মহতি উৎসবে ।আমি এই কারণে বললাম যে এখানে হিন্দু মুসলিম সহ একাধিক সম্প্রদায়ের মানুষ জন মিলন বন্ধনের মধ্যদিয়ে এবং মা ও বোনদের পর্দা মধ্যদিয়ে আমরা সুশৃংখলারের মাধ্যমে এই রক্তদান মহা উৎসব করতে পেরেছি ।তার জন্য আমি খুবই আনন্দিত। আমাদের এই রক্তদান এ বছর ১১তম বর্ষ পদার্পন করল। সবাইকে সুস্থতা কামনা করেন তিনি।


ভেদাভেদ নয়, জাতি-ধর্ম নির্বিশেষে এখানে সকলেই মেতে উঠেছেন এই মহতি ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসবে।মৌজপুর গ্রামে, বরং সম্প্রীতির বার্তাবাহক হয়ে উঠেছে মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটি হোলি চাইল্ড একাডেমি প্রাঙ্গণে।এই সম্পত্তির বার্তা বাহক হলে মৌজপুর হোলি চাইল্ড একাডেমি কর্ণধার নাজিম উদ্দিন লস্কর ।এই ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন মৌজপুর ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার নাজিম উদ্দিন লস্কর, দক্ষিণ বিষ্ণুপুর অঞ্চলের প্রাক্তন প্রধান তথা হোলি চাইল একাডেমির প্রেসিডেন্ট নুর মোহাম্মদ লস্কর, বিশিষ্ট ডাক্তার হাসান উল্লাহ মোল্লা হাফেজ আব্দুস সালাম, সাইফুল মোল্লা, স্কয়ার প্রিন্সিপাল সান্টু গিরি বিশিষ্ট সমাজ সেবিকা সন্ধা হালদার সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গগন ।

Author

আরও খবর

বারুইপুর রাস মাঠে রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

মৌজপুর হোলি চাইল্ড অ্যাকাডেমি কর্ণধার নাজিম উদ্দিন লস্করের উপস্থিতে মৌজপুরিতে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসব

জেলার বিধানসভাগুলির নবনিযুক্ত পর্যবেক্ষক জাহাঙ্গির খান, উপস্থিতে সোশ্যাল মিডিয়া একটি আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিন বারাশতে শ্যামা পুজোর উদ্বোধনে বিখ্যাত অভিনেত্রী অনামিকা সাহা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দ সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদার উপস্থিতে জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের দোওয়ার মজলিস 

আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবিরে তৃণমূলের সরেজমিন নজরদারি: বামনগাছিতে বিতর্ক, প্রশ্ন এলসিএম-এর ভূমিকা নিয়ে

Sponsered content

আরও খবর: অন্যদেশ

বারুইপুর রাস মাঠে রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

মৌজপুর হোলি চাইল্ড অ্যাকাডেমি কর্ণধার নাজিম উদ্দিন লস্করের উপস্থিতে মৌজপুরিতে ঐতিহাসিক স্বেচ্ছায় রক্তদান উৎসব

জেলার বিধানসভাগুলির নবনিযুক্ত পর্যবেক্ষক জাহাঙ্গির খান, উপস্থিতে সোশ্যাল মিডিয়া একটি আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিন বারাশতে শ্যামা পুজোর উদ্বোধনে বিখ্যাত অভিনেত্রী অনামিকা সাহা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দ সাধারণ সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদার উপস্থিতে জামিয়া হাউয়া লিল-বানাত ও মিশনের দোওয়ার মজলিস 

আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষিদ্ধের সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ দূতাবাসের