মো: সোহেল ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। এর ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ভোলার ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক এক আলোচনা সভা, রবিবার ০৯ নভেম্বর সকালে বিদ্যালয়ের হলরুমে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মাকসুদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণ, বর্তমান পরিস্থিতি ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বন ধ্বংস, অতিরিক্ত কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার বন ও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক জনাব মোঃ তোতা মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদুরিয়া সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাদিস,আরো উপস্থিত ছিলেন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মাকসুদুর রহমান ও সদস্য আমেনা খানম।
এসময় তারা শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, প্রকৃতিকে ভালোবাসা ও গাছ লাগানোই হচ্ছে পরিবেশ রক্ষার সবচেয়ে বড় কার্যকর উপায়। এ সময় তারা সবাইকে দৈনন্দিন জীবনে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার আহ্বান জানান।
এরপর অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা শিক্ষার্থীদের মাঝে উপহার তুলে দেয় মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মাকসুদুর রহমান।