ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু :
ঠাকুরগাঁওয়ের উত্তর ফকদনপুর কৈলাস মেম্বার পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও জেলা যুবদল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ লেগে যাওয়া আগুন মুহূর্তের মধ্যেই আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের দুর্দশা লাঘবে যুবদলের পক্ষ থেকে প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তদের হাতে এসব সাহায্য তুলে দেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা ও সদস্য সচিব মো. জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সহসভাপতি ফজলে রাব্বী, জেলা যুবদল সদস্য নজরুল ইসলাম রনি এবং অন্যান্য নেতাকর্মীরা।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান।