সারাদেশ

বারহাট্টায় যুবলীগ নেতার বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ 

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:৫৪:২২ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টায় ধানের ফসলি জমিতে ময়লা ফেলতে নিষেধ করায় জমির মালিককে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ১৪ নভেম্বর উপজেলার আসমা ইউনিয়নে এই ঘটনা ঘটে।আহত মোছাঃ সালেমা আক্তার (৫০) আসমা এলাকার মোঃ রফিক মিয়ার স্ত্রী। অভিযুক্ত যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলার (৩৫) ভুক্তভোগীর প্রতিবেশী এবং মোঃ মুসলিম উদ্দিনের ছেলে।

 

এ ঘটনায় আহত মোছাঃ সালেমা আক্তার বারহাট্টা থানায় একটি মামলা করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যুবলীগ নেতা দুলাল ও ভুক্তভোগী সালেমা আক্তার প্রতিবেশী। সালেমা আক্তারের ধানের ফসলি জমি দুলালের বাড়ির কাছেই।সেই জমিতে দুলালের স্ত্রী সমস্ত ময়লা আবর্জনা ফেলে আসছিল।বারবার নিষেধ করার পরও তারা সেটি কানে তুলছিল না।সর্বশেষ আজ শুক্রবার বিষয়টি নিয়ে নিষেধ করলে ভুক্তভোগীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাথাড়ি মারধর করে।ভুক্তভোগীর চিৎকার শুনে এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে এসে থাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে।

 

যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলাল এর বড় ভাই রুহুল আমিন এর সাথে বিষয়টি জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বাড়িতে নেই আর বিষয় কিছু জানিনা।পরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন দুলাল এর সাথে যোগাযোগ এর নাম্বার চাইলে তিনি বলেন আমার কাছে নেই।

 

 

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান।

Author

আরও খবর

Sponsered content