আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় উপজেলার পাড়াগাঁও গতিয়ার বাজারের পাশে একটি কলা বাগানে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় শাওন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তারা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। মৃত যুবকের পা মাটির সঙ্গে লেগে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহত শাওন কুড়িগ্রাম জেলার চিলমাড়ি উপজেলার বালাকাবাড়ি গ্রামের সুলতান মিস্ত্রীর ছেলে। তিনি ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকায় তার খালার বাড়িতে ভাড়া থাকতেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ময়মনাতদন্তের রিপোর্ট হাতে আসার পর। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।