প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:৪৭:১০ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরে এক নারী যাত্রাশিল্পীকে মারধর ও চুল কেটে মুখে কালি মাখিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনা ভাইরাল হওয়ার পর শহরে তা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ঘটনার শিকার মোছা. রূপা, বড় কালীবাড়ি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী। তিনি জানান, পুলিশ চলে যাওয়ার পর প্রতিপক্ষ রাস্তায় তাকে আটক করে বেঁধে মারধর, চুল কেটে ও মুখে কালি মেখে হেনস্তা করে। নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ঘটনার জেরে মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জামেলী জানিয়েছেন, দুই পরিবারের বিরোধ ও পূর্বের মামলার জেরেই এ ঘটনা ঘটেছে।
পুলিশ বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) রাতে শাহ আলম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি চরকালীবাড়ি এলাকার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “মামলার তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রূপা এক বছরের বেশি সময় ধরে এলাকায় চাঁদাবাজির শিকার। তার ছেলে এ বছর অপহরণও হয়েছিল এবং বাড়িও আগেও ভাঙচুরের শিকার হয়।
















