সারাদেশ

ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ১০:৪৮:৩০ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি চকপাড়া গ্রামে ভাতিজার হাতের আঘাতে চাচা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম কবির হোসেন (৩০)। তিনি স্থানীয় মৃত হাসেন আলীর ছেলে।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (১২ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় গ্রামের একটি মাছের খামারে এ ঘটনা ঘটে। নিহতের ভাতিজা ফরহাদ জানান, খামারের পাশে একা পেয়ে আরিফুল ইসলাম (২১) বাঁশের লাঠি দিয়ে চাচা কবির হোসেনের মাথায় আঘাত করে। আঘাতে কবির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, অভিযুক্ত আরিফুল ইসলাম এলাকার উশৃঙ্খল যুবক হিসেবে পরিচিত। তিনি টিকটকে ভিডিও করতেন এবং নিয়মিত নেশাগ্রস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতেন।

 

ঘটনার পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

এই হত্যাকাণ্ডে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

Authors

আরও খবর

Sponsered content