মোঃ ফজলুল কবির গামা,বিশেষ প্রতিনিধি-ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় সেবাসংঘের ব্যবস্থাপনায় বিষয়খালীর খড়িখালী মায়াময় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও অন্যান্য সুধীবৃন্দের উপস্থিতিতে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাসানুজ্জামান, সমাজসেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার মোঃ শিব্বির আলম, সহকারী শিক্ষক মোঃ শাহাজাহান প্রমূখ। অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন পরামর্শ উঠে আসে এবং এ বিষয় সম্পর্কে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়।