নইমুল ইসলাম নায়ুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ বিজিবি।
বুধববার ভোরে উপজেলার উদয়পুর মাহাতবস্তি নাম স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
আটককৃতরা হলেন হরিণমারী বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজউল(৩২),মোরলহাট পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলি হোসেন (৫০) ও হরিণমারী মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে আলি হোসেন (৫০)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নি’ষি’দ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। মাদকগুলো ভারত থেকে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।