সারাদেশ

উচ্চ তাপমাত্রায় ভূমিকম্পে কেপে উঠলো কালীগঞ্জ

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৬:২৫:৪৪ প্রিন্ট সংস্করণ

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ গাজীপুর কালীগঞ্জে সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটের ১০ সেকেন্ডের ভূমিকম্পে সারা বাংলাদেশ ভূমিকম্প অনুভূত করা হয়।

নরসিংদী জেলার ডাঙ্গা ইউনিয়ন এর চরকা ফেক্টরীর প্বার্শে এই শক্তিশালী ভূমি কম্পের উৎপত্তি হয়েছে।
কেবল মাএ কোনো বড় ধরনের ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য এখনো জানা যায়নি।খঞ্জনা বাইতুর মামুর জামে মসজিদের গম্বুজে ফাটল ধরে , কালীগঞ্জের বাসটেন্ডের উওর দিকে মোহাম্মদ আলী বাগমারের পরিত্যক্ত একটি মাটির ঘরে ফাটল ধরে, অপর দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের উওরগাঁও গ্রামের প্রায় ১০ টি বাড়িতে ফাটল ধরেছে, উচ্চ ভূমিকম্পে সকল মানুষ ভয়ে আতঙ্কে আছে সাধারণ পেশাজীবী মানুষ।
কালীগঞ্জের গনম্যাধম কর্মী মো: শাহনেওয়াজ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন জীবনে অনেক ভূমিকম্প সৃষ্টি হয়েছে, কিন্তু আজকের মতো দীর্ঘ স্হায়ী ভূমিকম্প সৃষ্টি হতে আমার জীবনে দেখি নাই, আল্লাহ সকলকে হেফাজতে রাখুন।

তথ্য অনুযায়ী ইউএসজিএসের ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, আর গাজীপুর কালীগঞ্জে বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত সৃষ্টি হয়

এদিকে ভূমিকম্পের সময় গাজীপুর কালীগঞ্জে ও ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

গাজীপুর কালীগঞ্জে বিদ্যুৎ কর্মী মোঃ সুমন আমাদের প্রতিনিধিকে জানান ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসি এরপর পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দাড়িয়ে থাকি। আমাদের এলাকার জনগণ আতংকে ছিল।

Author

আরও খবর

Sponsered content