প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৩:১৫:৪৭ প্রিন্ট সংস্করণ
মোঃ আসাদুজ্জামান,বোয়ালমারী উপজেলা প্রতিনিধিঃ আদর্শিক পরিবর্তনের ডাক, উন্নয়ন ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর ১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে গণ অধিকার পরিষদ প্রাথমিকভাবে ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মো. সাইফুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালমারী উপজেলা দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষণার পর এলাকায় নির্বাচনী পরিবেশে নতুন সাড়া পড়ে।
এসময় মো. সাইফুল ইসলাম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণতান্ত্রিক পরিবর্তনের ধারায় দেশকে এগিয়ে নিতে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে দুর্নীতি, দখল, চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের যে প্রত্যয় নিয়ে সংগঠন এগিয়ে চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাকে ফরিদপুর ১ আসনে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষাখাতে উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, চাঁদাবাজি নির্মূল এবং এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করব। তিনি জানান, ফরিদপুর ১ আসনকে আদর্শিক রাজনীতির মাধ্যমে দখল ও চাঁদাবাজিমুক্ত করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচন করছেন।
অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি বাবলু শরীফ বলেন, গণ অধিকার পরিষদ শাসনব্যবস্থার পরিবর্তন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রেখে এসেছে। মো. সাইফুল ইসলাম দীর্ঘদিন সংগঠনের সঙ্গে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির চর্চা করে আসছেন। এলাকায় তার জনপ্রিয়তা, সততা ও সংগঠনের প্রতি নিবেদন বিবেচনায় তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ সৎ ও সাহসী নেতৃত্ব বেছে নেবে এবং এই আসনে গণ অধিকার পরিষদ শক্ত অবস্থানে থাকবে।
বোয়ালমারী উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না বলেন, ফরিদপুর ১ আসনে জনগণের প্রত্যাশা পূরণ করতে এমন একজন প্রতিনিধির প্রয়োজন, যিনি মাঠে-ঘাটে মানুষের পাশে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। সাইফুল ইসলাম সেই যোগ্য প্রার্থী, যার মাধ্যমে গণ অধিকার পরিষদ তরুণদের স্বপ্নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।
আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, বোয়ালমারী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান , আলফাডাঙ্গা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. শিমুল, যুব অধিকার পরিষদের সভাপতি রঞ্জু হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা

















