ভ্রাম্যমান প্রতিনিধি এম দেলোয়ার হোসেন মৃধাঃ ভূমিকম্পের আকস্মিক ঝাঁকুনিতে আমরা অনেকেই হতচকিত। কিন্তু প্রকৃতির এই কম্পন যেন নিছক ভূ-কম্পন নয়! এ যেন সতর্কতার ঘন্টা। মনে হচ্ছে আকাশের তারা নীরবে ঝলকে উঠে বলছে, “আমি সূর্য হয়ে আবির্ভূত হব যদি তোমরা প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও।”
এই কথাটি বিজ্ঞানের ভাষা নয়, এটি বিবেকের ভাষা। প্রকৃতি কোনোদিন ক্ষমাহীন নয়। নদী শোষণ, বন নিধন, বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত শহরায়ন সবকিছু মিলিয়ে আমরা এমন এক ভারসাম্যহীন পৃথিবী তৈরি করেছি, যেখানে প্রতিটি কম্পন আমাদের দায় তুলে ধরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
মানুষ যতই প্রযুক্তির মুখোশ পরুক, প্রকৃতির এক ঝাঁকুনিতেই ভঙ্গুরতা প্রকাশ পায়। আমাদের দম্ভ, আমাদের লোভ, আমাদের অদূরদর্শিতা—সবকিছুই ঠিক এভাবেই উন্মোচিত হয়। তাই আজকের এই ভূমিকম্প শুধু ভয় নয়; এটি আহ্বান। নিজেকে বদলানোর, পরিবেশকে বাঁচানোর, ভুলের মাশুল পরিশোধের আগে ভুল সংশোধনের আহ্বান।
কারণ প্রকৃতি প্রতিশোধ নিতে আসে না, সে শুধু নিজের ভারসাম্য পুনর্নির্মাণ করে। আর যখন সেই পুনর্নির্মাণের ঢেউ ওঠে, তখন আমাদের কৃতকর্মই আমাদের সামনে ফিরে দাঁড়ায়।এটাই সময় সতর্ক হওয়ার, দায়িত্ব নেওয়ার, বাঁচার।