রাজনীতি

রুবেল শেখ আহ্বায়ক ও মিরাজ সদস্য সচিব করে পাবনা জেলা জেড সি এফ এর ১৫ সদস আহ্বায়ক কমিটি অনুমোদন

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৩:১৭:৫৫ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র  অন্যতম অনলাইন সেচ্ছাসেবী সংগঠন, জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ পাবনা জেলা শাখা এর  মোঃ রুবেল শেখ কে আহ্বায়ক ও মিরাজুল ইসলাম মিরাজ কে সদস্যা সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি টি ২১ নভেম্বর ২০২৫ ইং বিকাল ৩টার দিকে, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল, মহাসচিব সফিকুল ইসলাম ও প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী স্কোয়াড্রন লিডার (অব:) সাক্ষরিত অনুমোদিত হয়।

‎কমিটির  অন্যান্যরা হলো পর্যায়ক্রমে, সিনি.যুগ্ম-আহ্বায়ক সুলাতানা রহমান কেয়া। যুগ্ম-আহবায়ক যথাক্রমে,পরাগ,সোহাগ,সেতু ফকির,সাধু,ইমন,পিয়াস।
সদস্য যথাক্রমে,লিখন,জিসান,সেলিম,মামুন,রিমান

Author

আরও খবর

Sponsered content