প্রাকৃতিক দুর্যোগ

সাভারে ৫.৫ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক—অন্তত ৫ জন নিহত, শতাধিক আহত

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৩:৫৬:৩৯ প্রিন্ট সংস্করণ

হাসান মাহমুদ, সাভার : সাভারসহ ঢাকা মহানগরী ও আশপাশের জেলায় শুক্রবার সকালে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে মুহূর্তেই জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবন, বাজার, পোশাক কারখানা ও আবাসিক এলাকায় মানুষ দ্রুত বাইরে বের হয়ে আসে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যায়, ভূমিকম্পজনিত বিভিন্ন দুর্ঘটনায় দেশে অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের বেশিরভাগই ভবন থেকে দ্রুত নামতে গিয়ে পড়ে যাওয়া, ধাক্কা লাগা অথবা ভাঙা রেলিং ও দেয়ালের সঙ্গে আঘাত পাওয়ায় আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

রাজধানীর পুরান ঢাকা, বংশাল, আর্মানিটোলা, খিলগাঁওসহ কয়েকটি এলাকায় দেয়াল ও রেলিং ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। সাভারের কিছু এলাকায়ও বহু মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে। পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের দ্রুত বের হওয়ার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত হয়। উৎপত্তিস্থল ঢাকার নিকটবর্তী নরসিংদী-ঘোরাশাল অঞ্চলে বলে সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক কেন্দ্র জানিয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন ভবনগুলো দুলিয়ে তোলে। অনেক আবাসিক ভবনে বৈদ্যুতিক লাইট, ফ্যান ও ফার্নিচার কেঁপে ওঠে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসন মাঠে নেমে উদ্ধার, পরিস্থিতি পর্যবেক্ষণ ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসক ও নার্স মোতায়েন করা হয়েছে। প্রশাসন নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো গুজবে বিশ্বাস না করতে অনুরোধ করেছে।

ভূমিকম্পে বড় ধরনের কাঠামোগত ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি, তবে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অবস্থা যাচাইয়ে বিশেষ টিম কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ঘনবসতি ও অনিয়ন্ত্রিত ভবন নির্মাণের কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পেও মানুষের আতঙ্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে যে কোনো বড় ধরনের ঝুঁকি এড়াতে সবার সতর্ক থাকা জরুরি।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সাভার উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস। নতুন কোনো তথ্য পেলে পরবর্তী সংবাদে জানানো হবে।

Authors

আরও খবর

Sponsered content