সারাদেশ

আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা প্রধান লক্ষ্য 

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৯:৩৫:২১ প্রিন্ট সংস্করণ

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুরের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

রবিবার (২৩ শে নভেম্বর ২০২৫ ইং) সকাল ১১ঃ০০ ঘটিকার সময় জিএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সাথে গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ তাদের মতামত,পরামর্শ ও সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন।

 

পুলিশ কমিশনার মহোদয় গাজীপুর মেট্রোপলিটন এলাকার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর উপলব্ধি এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন। তিনি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করাকে প্রধান লক্ষ্য স্থির করেন। এজন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।

 

উক্ত সভায় জিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনারবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Author

আরও খবর

Sponsered content