রাজনীতি

ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে ফখরুল: “মনোনয়ন নিয়ে হৈচৈ স্বাভাবিক, বিএনপি আগের চেয়ে শক্ত অবস্থানে”

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৩:২৩:৪৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,,হাসিনুজ্জামান মিন্টুঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কর্মীদের মাঝে যে উত্তাপ বা বিক্ষোভ দেখা যাচ্ছে, সেটাকে তিনি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন। তার ভাষায়, “একটি বড় রাজনৈতিক দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন চাইবে—এটা বহুদিনের প্রচলিত বিষয়। এতে দল দুর্বল হচ্ছে না; বরং বিএনপি এখন অন্য যে কোনো দলের তুলনায় সুসংগঠিত ও অগ্রসর।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে ক্রমেই নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থীর নাম ঘোষণা করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, “কোনো ধরনের অস্থিরতা ছাড়াই আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে কিংবা মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এগিয়ে যাচ্ছে।”

মতবিনিময় সভায় তিনি আরও উল্লেখ করেন, দেশের আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকারের জন্য আইনজীবীরা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও সুদৃঢ় করতে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুলসহ সমিতির সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content