সারাদেশ

ভালুকায় পিকআপসহ ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ, চালক পলাতক

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৩:২৬:২১ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পিকআপভর্তি ৪৮০ বোতল বিদেশি মদ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর উত্তরবাজার এতিমখানা এলাকা থেকে এ মদ জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে এতিমখানা এলাকার কাছে চালক পিকআপটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। জব্দ করা পিকআপ ও মদ হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা সম্ভব হয়েছে। পিকআপটি রাস্তার পাশে ফেলে রেখে পালানোর সুযোগ নিলেও গাড়ি থেকে মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content