মোঃ হাবিবুল্লাহ,ভ্রাম্যমাণ প্রতিনিধি: ময়মনসিংহে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে নগরীর কাজী নজরুল ইসলাম রোডে অবস্থিত পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, চিকিৎসক ও কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, জনস্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু জটিল লাইসেন্সিং প্রক্রিয়া, অযথা হয়রানি ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হয়রানি বন্ধ, লাইসেন্স ও ছাড়পত্র প্রদান প্রক্রিয়া সহজীকরণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত সরবরাহের দাবিতে তারা শিগগিরই কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে সংগঠনটির জেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক এবং প্রান্ত হাসপাতালের কর্ণধার মুনসুর আলম চন্দন নেতৃত্ব দেন। নেতৃবৃন্দ বলেন, “স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বাড়ানো জরুরি। আমরা মানুষের জীবন রক্ষার সেবা দিচ্ছি, তাই আমাদের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত ছাড়পত্র ও লাইসেন্স প্রদান নিশ্চিত করতে হবে।