সারাদেশ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৩:১৮:৩৬ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে টাউন হলের ভাষা সৈনিক এম. শামসুল হক মুক্ত মঞ্চে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) পারায়ন (অন্তর্ভুক্তিকরণ) প্রকল্পের উদ্যোগে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার নাজিয়া নূর লিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীকে সমাজের সমান মর্যাদায় দেখতে হবে। নারীকে দুর্বল ভাবার মানসিকতা দূর করতে না পারলে সহিংসতা রোধ সম্ভব নয়। বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থা নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেলে সহিংসতার হার স্বাভাবিকভাবেই কমে যাবে; তাই পুরুষের পাশাপাশি নারীদেরও কর্মক্ষেত্রে সম্পৃক্ত করতে উৎসাহিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।”অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত শিক্ষামূলক ও আনন্দঘন নাট্য পরিবেশনা উপভোগ করেন।

এই আয়োজনে অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন—সচেতনতা, শিক্ষা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে নারী নির্যাতন একদিন সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।

Author

আরও খবর

Sponsered content