প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৩:২৫:১৩ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে ‘চাঁদা’ তোলার সময় কোস্টগার্ডের হাতে দুই সহযোগী সহ আটক হয়েছে তৌহিদুল ইসলাম নয়ন নামের এক ছাত্রদল নেতা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি

আটক নয়ন রামগতি উপজেলার আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। আটক অপর দুই জনের মধ্যে আহাদ আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে ও ইকবাল হোসেন রামগতি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে চাঁদাবাজির অভিযোগে কোস্টগার্ড তাদেরকে আটক করে।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম জানান, লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নয়নসহ ৩ জনকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। তাদের কাছ থেকে রশিদ বই উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কোস্টগার্ড ৩ জনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছেন। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

















