মোঃ আসাদুজ্জামান,বোয়ালমারী উপজেলা প্রতিনিধিঃ গত ২৫ নভেম্বর সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনের নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ সাইফুল ইসলাম। তিনি ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি।
তিনি তার মনোনয়নপত্র জমা দেন গণ অধিকার পরিষদ জিওপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিল্লু খাঁন বরাবর এর কাছে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন,বৈষ-ম্য বি/রো/ধী ছাত্র আন্দোলনের সোহরাওয়ার্দী কলেজের সংগঠক ও ছাত্র অধিকার পরিষদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি মোঃ গোলাম কাউসার,
ফরিদপুর জেলা জিওপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন,জিওপি’র সাবেক যুগ্ম আহবায়ক তারেক আজিজ।মনোনয়ন জমা দেওয়ার পর সাইফুল ইসলাম জানান, জনগণের প্রত্যাশা ও গণমানুষের অধিকার নিশ্চিত করতেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।