প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৩:২৯:২২ প্রিন্ট সংস্করণ
ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ” দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বুধবার দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ ২০২৫ অনুষ্ঠিত হয়।উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোঃ আবুল বাসিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ. এস. এম. গোলাম হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা সহ প্রমুখ।

প্রদর্শনী মেলায় ৩০ টি স্টলে গরু, মহিষ, ঘোড়া, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, খরগোশ, জার্মানি বিদেশি কুকুর, গরুর কাশ কাটার মেশিন প্রদর্শন করানো হয। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথি স্টল পরিদর্শন করেন।











