সারাদেশ

সোহেল হোসাইন কায়কোবাদের রাজারহাটে গণসংযোগ: ধানের শীষের ভোট চাইলেন

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৩:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ ( কুড়িগ্রাম, রাজারহাট, ফুলবাড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ রাজারহাট উপজেলা শহরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। ধানের শীষের পক্ষে ভোট চান তিনি।

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত তিনি উপজেলা শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও ব্যবসায়িক স্থাপনা ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থন কামনা করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে একই এলাকায় গণসংযোগ শেষে তিনি রাজারহাটে কর্মরত নির্মাণ শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহেল হোসাইন কায়কোবাদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ ও জাকির হোসেন, এবং বাংলাদেশ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান প্রমুখ।

প্রার্থীর এই দুই দিনের গণসংযোগ কর্মসূচিতে তাকে সঙ্গ দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট সফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সহিদুল ইসলাম ব্যাপারী ও আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, কৃষক দলের আহ্বায়ক নুর জামাল সরকার,সদস্য সচিব আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট আহ্বায়ক সুশীল সরকার, পুজা ফ্রন্ট সদস্য সচিব রতন রায়, ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম সহ দলের অঙ্গসহযোগী  নেতাকর্মীরা।

Author

আরও খবর

Sponsered content