প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ২:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ
সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরীর অন্তর্গত পূবাইল থানার মেঘডুবি ও কলের বাজার এলাকায় পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাদির হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ শে নভেম্বর ২০২৫ ইং) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জননেতা একেএম ফজলুল হক মিলনকে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ কাদির হোসেন।
পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাদির হোসেন বলেন “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপি’র রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতি পুনর্গঠনের রূপরেখা। দেশে ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পূবাইল হবে আন্দোলনের অগ্রভাগ, এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিতে হবে।”
“বর্তমান সরকারের অব্যাহত দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশ আজ চরম সংকটে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি নেতা-কর্মীকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত জননেতা জনাব এ কে এম ফজলুল হক মিলন কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন,“আগামী নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি ধানের শীষে ভোট দেয়, তবে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে ন্যায়বিচার ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবো।” লিফলেট বিতরণের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে বিএনপি’র ঘোষিত কর্মসূচি প্রচার করা হয়।

















