সারাদেশ

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৯:১০:১৬ প্রিন্ট সংস্করণ

ছুড়ি আঘাতে খুন

ছুড়ি আদআবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় ছুরিকাঘাতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় স্থানীয় মাদকসেবী ও ছিনতাইকারীদের দুই পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রিয়াদ পাটগুদাম এলাকার এসডিজি ভবনের বাসিন্দা। তার বাবা মো. সাইদুল হক টিসিবির কর্মচারী এবং মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

রিয়াদের বাবা অভিযোগ করে বলেন, “পাটগুদাম অস্থায়ী পুলিশ বক্সের ভেতর আহত অবস্থায় আমার ছেলে অনেকক্ষণ পড়ে ছিল। কিন্তু কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি।” তিনি সিসি ক্যামেরা ফুটেজ দেখে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ব্রিজ এলাকায় সক্রিয় ছিনতাইকারী একটি চক্রের অভ্যন্তরীণ বিরোধ থেকেই এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই রিয়াদের মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Author

আরও খবর

Sponsered content