সারাদেশ

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর যাত্রা শুরু

  প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ২:৩০:০৩ প্রিন্ট সংস্করণ

আল আমিন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ হাসান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক এবং খামার মালিক সৌরভ হাসান বাবু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাণিসম্পদ দপ্তরের ডাক্তার সেলিম জাহাঙ্গীর সৌরভ।

এবারের প্রদর্শনীতে মোট ৩২টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে গরু, মহিষ, দেশি-বিদেশি জাতের ছাগল, হরিয়ানা প্রজাতির পাঠা, টার্কি, তিতির, খরগোশ, কবুতরসহ নানা প্রজাতির আকর্ষণীয় পশুপাখি প্রদর্শন করা হয়, যা দেখতে দর্শনার্থীদের ভিড় জমে যায়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হাসান আলী জানান, প্রদর্শনীটি সাত দিনব্যাপী চলবে।
এ সময় ইউএনও মোঃ সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, মেলাস্থলে অসুস্থ গরু-ছাগলের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হবে। তিনি এ বিষয়ে জনসাধারণকে জানিয়ে দেওয়ার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Author

আরও খবর

Sponsered content