রাজনীতি

চান্দিনার বরকইটে তারেক রহমানের ৩১ দফা ঘিরে উত্তাল জনতা

  প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ২:০২:৩২ প্রিন্ট সংস্করণ

ইমদাদুল ইসলাম রনি,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ‘৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা-০৭ (চান্দিনা) উপজেলার ৮নং বরকইট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও আলোচনা সভা। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিটি জনসমুদ্রে রূপ নেয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত ৮টায় বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈঠকে বরকইট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— চান্দিনা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মুন্সী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফজলুল সাত্তার, উপজেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদা হক শিল্পী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল মুন্সী।

এসময় আরও উপস্থিত ছিলেন— বরকইট ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ (হারুন মেম্বার),ইউনিয়ন দপ্তর সম্পাদক ডা. মো. রুহুল আমিন ভূঁইয়া,ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুস সালাম (সেলিম),ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম (মেম্বার), ইউনিয়ন তাঁতীদল সভাপতি মো. নাছির উদ্দিন,ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি তৃণমূল থেকে রাজপথ পর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে বলেও তারা জানান।

নেতাকর্মীরা বলেন, “আমাদের এই উঠান বৈঠক জনসমুদ্রে রূপ নিয়েছে। আতিকুল আলম শাওনকে বিজয়ী না করা পর্যন্ত মাঠে লড়াই চালিয়ে যাব।”

Author

আরও খবর

Sponsered content