প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ১:৩৩:৫৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখসহ পুরো নির্বাচন প্রক্রিয়ার সময়সূচি প্রকাশ করেন। সিইসি জানান, আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। নির্ধারিত সময় শেষে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কঠোর প্রক্রিয়া, যা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের গুরুত্বপূর্ণ ধাপ। তফসিলে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর থাকবে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়। এরপর প্রতীক বরাদ্দ করা হবে প্রার্থীদের মাঝে।

প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। সিইসি আরও জানান, দেশের প্রায় ১৩ কোটি ভোটার আগামী ১২ ফেব্রুয়ারি তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোট দেবেন। তিনি বলেন, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনমুখী ইশতেহার, প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যেতে পারবেন। মাঠে শুরু হবে ব্যাপক প্রচারণা, প্রচার-প্রচারণায় সরব হবে রাজনৈতিক অঙ্গন। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগ্রহী ভোটারদের প্রস্তুতির মধ্যে দিয়ে এখন সবার নজর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে দেশের আগামী সরকারের নেতৃত্ব।

















