খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়া বাঁসের ছাউনি ক্যাফে এন্ড রিসোর্ট শুভ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার ১৫ ডিসেম্বর সকালে তেতুলিয়া আজিজনগর সরকারি কলেজ সংলগ্ন এলাকা বাঁসের ছাউনি ক্যাফে এন্ড রিসোর্ট শুভ উদ্ধোধন করা হয়।
সভায় উপস্থিতি ছিলেন তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু,তেতুলিয়া বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী,তেতুলিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদন আবু সাইয়িদ মিয়া, তেতুলিয়া বিএনপি ছাত্র দলের সাবেক সভাপতি সাইদুর রহমান ভাব্লু তেতুলিয়া বিএনপি সাবেক ছাত্রদলের
নেতা তেতুলিয়া বাঁসের ছাউনি ক্যাফে এন্ড রিসোর্ট মালিক খন্দকার আবুসালে ইব্রাহিম ইমরান যুবদলের নেতা খন্দকার আবুনোমান এনাম, তেতুলিয়া জাগপা নেতা শহিদুল ইসলাম, তেতুলিয়া ছাত্র দলের নেতা আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ।
তেতুলিয়া বাঁসের ছাউনি ক্যাফে এন্ড রিসোর্ট এর মালিক খন্দকার আবুসালে ইব্রাহিম ইমরান জানান,
এখানে সকল প্রকার ফাস্ট ফুড সহ দেশীয় খাবার পাওয়া যায়,বিনোদন সহ
আবাসিক হিসেবে রাত্রি যাপন করা হয়।
পরে সভায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে।