দুর্ঘটনা

বাগেরহাটের সুগন্ধিতে আগুনে পোড়া ঘর পরিদর্শন করেছেন এম এ সালাম

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৫ , ৫:২৭:৩৬ প্রিন্ট সংস্করণ

 

 

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি উত্তর পাড়া এলাকার শেখ ইউনুস আলী’র বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।

 

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনাটি ঘটেছে। বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে যে যার মত চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন’সহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বসতঘর’সহ ঘরে থাকা মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়। এই পরিবারটি সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছে।

 

আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

এ সময় বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান শান্ত, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, সাধারণ সম্পাদক খান গোলজার আলী, ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, আলহাজ্ব আশরাফ ঢালী, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আগুন লেগে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক শেখ ইউনুস আলী কান্না জনিত কন্ঠে বলেন, আমাদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের গায়ে দেয়ার মত কোন পোশাকও নেই, ঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে গেছে। আমি সরকার’সহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

 

এ বিষয়ে রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খান জানান, আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনাটি শুনে আমি তাদেরকে বলেছি ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করতে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

Author

আরও খবর

Sponsered content